বার্তা সম্পাদক জি এম রিয়াদঃ
বিশ্ব মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন গারুড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান নুরজাহান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির মোহাম্মদ সাজ্জাদ হোসেন রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন , আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল-আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। পবিত্র ঈদ-উল-আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।
করোনাকালীন সময়ে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, ও গনজমায়েত এড়িয়ে চলাসহ সরকারী সকল নির্দেশনা মেনে ঈদ উদযাপনের আহবান জানান।
Leave a Reply