মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার হিসেবে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস)। রবিবার(৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসক এস এম ফেরদৌসের হাতে স্মারকলিপি প্রদান করেন জেলা শাখার শিক্ষক নেতারা।
স্মারকলিপিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের বিভন্ন যুক্তি ও কারণ উল্লেখ করেন শিক্ষক সমিতির নেতারা। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) প্রেসিডিয়াম সদস্য লূৎফর রহমান, কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব খান মো. মামুন হোসাইন, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply