নিজস্ব প্রতিবেদক ঢাকা-৫ উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পার্টির প্রেসিডিয়াম মীর আব্দুস সবুর আসুদ লাঙ্গল মার্কায় ভোট চেয়ে আজ শুক্রবার দিনব্যাপী শনিরআখড়া, কুতুববাগ, মেডিকেল, ও রায়েরবাগে গণসংযোগ ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। বিকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সুনীল শুভ রায় রায়েরবাগে ওয়ার্ড নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। পরে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে জাপা প্রার্থী আসুদ ছাড়াও জাতীয় পার্টির উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদাসহ পার্টির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে শনিরআখড়ায় এক পথসভায় সুনীল শুভ রায় বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিকল্প নেই। বঙ্গবন্ধু এই ভোটের অধিকারের জন্যেই আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বলেন, জাতীয় পার্টির নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়, কোনো অন্ধকার পথে নয়। জাপা প্রার্থী মীর আব্দুস সবুর আসুদ তার বক্তব্যে বলেন, এত্র নির্বাচনী এলাকায় যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগই হয়েছে পল্লীবন্ধু এরশাদের শাসনামলে। মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। নির্বাচন সুষ্ঠু হলে ও ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে এই এলাকার জনগণ লাঙ্গলকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।
Leave a Reply