জি এম রিয়াদ পরশ টিভি বার্তা সম্পাদক ঃ
দুধল দরবার শরীফের তিন দিনের তা’লীম মাহফিল আখেরি মোনাজাত এর মধ্য দিয়ে শেষ হলো।
দুধল দরবার শরীফের গত শুক্রবার মাহফিল শুরু হলে সোমবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় পীর সাহেব মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষে করেন,
পীর সাহেব সারা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া করেন এবং দেশ শান্তি কামনায় দোয়া করেন এবং সবাইকে আকাইদ তাছাউফ ফেকা উপর পরিপূর্ণ জীবন ব্যবস্থা করার আহ্বান জানান।
Leave a Reply