ইমাম হোসেন মনা, বাউফলঃ
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার নামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি, জামায়াতের মদদ পুষ্ট ধর্মীয় লেবাসধারী কতিপয় ব্যক্তি জনমনে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে উগ্র, ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সারা দেশের ন্যায় পটুয়াখালীর বাউফলে উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মৌলবাদী, জঙ্গি, ধর্মব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
অদ্য ২৯’নভেম্বর (রবিবার) সকাল দশ ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে বাউফল প্রেস ক্লাবের সম্মুখে উক্ত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের সাধারন সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সিকদার এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলাস্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত খান ছানা, উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ত্বোহা, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বাউফল পৌর ছাত্রলীগের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ প্রমুখ। এছাড়াও আওয়ামী সংগঠনের অন্যান্য নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply